পেনড্রাইভের ইমেজ ব্যাকআপ রাখুন USB Image দ্বারা


USB ফ্লাশ ড্রাইভ বা পেনড্রাইভ এখন আর শুধু তথ্য বা ডাটা বহনে  ব্যবহৃত হয় নাবর্তমানে পেনড্রাইভ দিয়ে অপারেটিং সিস্টেম চালানো,অপারেটিং সিস্টেম ইন্সটলসহ নানা কাজে ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছেএভাবে বুটেবল করতে পেনড্রাইভকে উপযুক্ত বা এরমধ্যে পরিবেশ তৈরী করতে হয়, যা নানা কর্মসাধনে সম্পন্ন হয়অনেক সময় এসব করতে প্রচুর প্রসেসিং লাগে ফলে সময়ও ব্যয় হয়তখন কোন কারনে ফরম্যাটের প্রয়োজন হলে আবার কষ্ট করে ঐসব প্রসেসিং করে পেনড্রাইভ তৈরী করতে হয়যদি একবারেই প্রসেসিং করে এর পরিবেশ ইমেজ হিসেবে ব্যাকআপ করা যেত তাহলে কেমন হত

এর জন্য দারুন একটা সফটওয়ার হচ্ছে USB Image Tool.
এই সফটওয়ার দ্বারা আপনি আপনার পেনড্রাইভের হুবহু ইমেজ তৈরী এবং পরবর্তীতে কোন কারনে ফরম্যাট করলে রিস্টোর করে পুনরায় সেই পরিবেশ ফিরে আনতে পারবেন

প্রথমে ডাউনলোড করুন USB Image Tool.এবার এক্সট্রাক্ট করে চালু করুন USB Image
এবার পেনড্রাইভ কম্পিউটারে লাগানো থাকলে দেখা যাবে,ক্লিক করে তা সিলেক্ট করুন.....


 
Backup বাটনে ক্লিক করে ইমেজ কোথায় রাখবেন তার লোকেশন দেখিয়ে দিনব্যাস বেকআপ শেষ!এবার পরে রিস্টোর করতে চাইলে Restore এ ক্লিক করে আপনার সেইভ করা Image দেখিয়ে দিন দেখবেন হুবহু আগের মত



Share on Google Plus

About মিঠু সরকার

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন