সমস্যাটি কোথায় রিমোট কন্ট্রোলে না ব্যাটারীতে দেখুন এর সমাধান






আজ আপনাদের সামনে একটি সহজ ও অসাধারন টিপস নিয়ে আসলাম
শুনে অবাক লাগবে যে, এটা কেমনে সম্ভব কিন্তু এটি সত্য আপনার বাসায়, অফিসে এবং অনেক সময় অনেক মার্সিটিজ এ রিমোট কন্ট্রোল বিভিন্ন যন্ত্র থাকে
ব্যাটারী নতুন বা ভালো থাকা সত্বেও মাঝে মাঝে দেখা যায় এগুলো কাজ করে না তখন আপনি বুঝতেই পারেন না যে সমস্যাটা কোথায় তবে এই টিপস কে আপনি কাজে লাগাতে পারেনসমস্যাটা যদি আসলেই রিমোটেই হয় তবে একে পরীক্ষা করার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না সাধারণত এখন তো সবার হাতেই ক্যামেরা যুক্ত মোবাইল ফোন থাকে তাহলে সেটাকেই কাজে লাগান
যা করতে হবে তা হলঃ আপনার মোবাইলের ক্যামেরা ON করেন তারপর সেই ক্যামেরাকে রিমোটের মাথায় অর্থা যেখানে রিমোটের রে-বাল্ব রয়েছে সেখানে অবস্থান করানসেই অবস্থায় রিমোটের যে কোন একটি বাটন প্রেস করুন এবং দেখুন ক্যামেরায় কি দেখাচ্ছে, যদি সেখানে প্রেস করার সাথে সাথেই মোবাইলের স্ক্রিনে একটি উজ্জ্বল  লাইট দেখায় তখন আপনি বুঝবেন যে আপনার আপনার রিমোট ঠিক আছে আর যদি উজ্জ্বল আলো না দেখায় তবে বুঝবেন যে সমস্যাটা আপনার রিমোটেই তবে মনে রাখবেন যে উজ্জ্বল আলো নাও দেখাতে পারে যদি আপনার রিমোটের ব্যাটারী নষ্ট থাকে
Share on Google Plus

About মিঠু সরকার

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন