নেট ব্রাউজিং করুন নিরাপদে

অনেক সময় আমাদের বিভিন্ন স্থানে বসে, যেমন: বন্ধুর বাসায়, সাইবার ক্যাফে, অন্য কোন অফিসে, নেট ব্রাউজিং করা লাগেআমরা সব সময় একটু সর্তক থাকার চেষ্টা করি যেন পাসওয়ার্ডটা চুরি না হয়
যেন আমার একাউন্টটি লগড ইন না থাকেঅনেকেই, যারা নিজের পিসিতে সব সময় পাসওয়ার্ড সেইভ করে রাখেন, তারা সমস্যায় পড়েন বেশিদেখা যায় লগআউট করতে মনে থাকে নাআসুন দেখে নেই কি করে কোন চেষ্টা ছাড়াই পাসওয়ার্ডটাকে সেইভ হওয়া থেকে বাচাঁতে পারেন

নিচের পদ্ধতি গুলি বিভিন্ন ব্রাউজারের আলাদা হলেও কাজ একইএটি এমন একটি উইন্ডো ওপেন করে, যাতে আপনি কোন কিছু ইনপুট দিতে তা সেইভ করবে নাএমনকি কোন সাইটের এড্রেসও জমা করে রাখবে নাকোন ডাউনলোড করলে তাও সাধারণ ডাউনলোডের লিষ্টে থাকবে নাএমনকি কোন বুকমার্ক করলেও থাকবে নাসুতরাং কিছুই থাকবে নাতাই আপনি সেইফলি ব্রাউজ করতে পারবেন

১. ইন্টারনেট এক্সপ্লোরার
সোজা কি বোর্ড থেকে Ctrl+Shift+P প্রেস করেনঅথবা Tools থেকে InPrivate Browsing সিলেক্ট করুন Internet Explorer এর জন্য নতুন উইন্ডো ওপেন হবে তবে এটি খুব সম্ভবত Internet Explorer 7 বা Internet Explorer 8 এর থেকে কাজ করে আর হ্যাঁ Internet Explorer 9 এ আছে জিনিষটি
২. গুগল ক্রোম
সোজা Ctrl+Shift+N চাপুন বা wrench বাটনটি চেপে New Incognito Window সিলেক্ট করুননতুন উইন্ডো ওপেন হবেএটি গুগলের কোন ভার্সন থেকে আছে জানি না 
৩. ফায়ার ফক্স
সাবধানতা আগেই! ফায়ার ফক্সে করার আগে অবশ্যই অন্য উইন্ডো ক্লোজ করে নিবেন, কারণ এটি বর্তমান উইন্ডোকে হাওয়া করে প্রাইভেট ব্রাউজিং চালু করেএখানেও ইন্টারনেট এক্সপ্লোরারে মত Ctrl+Shift+P চাপলেই হবেঅথবা Tools থেকে Start Private Browsing সিলেক্ট করলেই হবে

অনেকে আছেন যারা ইন্টারনেট এক্সপ্লোরার বা ফায়ার ফক্সে কোন মেনুই খুজে পান না, তাই তাদের জন্য বলছি, Alt  বাটনটা চাপুন কি-বোর্ড থেকে, দেখবেন মেনু চলে এসেছে
Share on Google Plus

About মিঠু সরকার

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন