সহজে পেনড্রাইভের ভাইরাস দূর করুন Ninja Pen disk! দ্বারা


বর্তমানে দাম কমাসহ বেশ কিছু কারনে মেমোরী/পেনড্রাইভের জনপ্রিয়তা বহুগুনে বেড়ে গেছেএর ব্যবহার দিন দিন যেমন বাড়ছে তেমনি বাড়ছে এর মাধ্যমে ভাইরাস ছড়ানোর কাজটিআমাদের কম্পিউটারে যে ভাইরাস ঢুকে তার শতকরা ৯৯% ঢুকে এই বহনযোগ্য মেমোরীর মাধ্যমেএই ভাইরাস বেশী ছড়ায় ডিজিটাল ল্যাবে যখন ছবি পরিস্কার করতে দিই তখনএইজন্য কম্পিউটার ব্যবহারকারীর চিন্তার কোন শেষ নেইএই বহনযোগ্য মিডিয়ার ভাইরাসের জন্য আমরা অনেকেই বিভিন্ন এন্টিভাইরাস ব্যবহার করি তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে USB Disk Security কিন্তু তা হালাল(ফ্রি) নয়

এসব পেনড্রাইভের ভাইরাস দূর করার জন্য আপনি ব্যবহার করতে পারেন Ninja Pen disk! অত্যন্ত শক্তিশালী এই পেনডিস্ক অটোভাবেই ভাইরাস দূর করতে পারে
 
এর সুবিধা সমূহ হলঃ
*এর সাইজ মাত্র ৭৪৬ কি.বা.
*সফটওয়ারটি পোর্টেবল
*এটি সম্পূর্ন ফ্রিওয়ার তাই লাইসেন্সের ঝামেলা নেই
*ভাইরাস পেলে স্বয়ংক্রিয়ভাবে তা ডিলিট করতে পারে নিজেকে আর কস্ট করতে হয় না। 

ব্যাবহারবিধিঃ
ডাউনলোড এর পর, ডাবল ক্লিক করে সফটওয়ারটি চালু করুন দেখবেন নিচে এর আইকন দেখা দিচ্ছে

 
সফটওয়ারটি উইন্ডোজ চালু হবার সাথে সাথে চালু করতে চাইলে,আইকনের ডানক্লিক করুন এবং Add to start up এ ক্লিক করলেই পরবর্তিতে নিজে নিজেই চালু হবে।
আজ এই পর্যন্ত সবাই ভাল থাকবেন ........






Share on Google Plus

About মিঠু সরকার

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন