উইন্ডোজ – ৭ এ ভলিউম সমস্যার সমাধান পর্ব ১

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম উইন্ডোজ – ৭ এর বিভিন্ন সমস্যা নিয়ে ।উইন্ডোজ – ৭ এর বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে প্রতিটি পর্বে আলোচনার মাধ্যমে আপনাদের উইন্ডোজ – ৭ এর গুরু বানিয়ে দেবো। যাই হোক একটু বেশি বলে ফেললাম মনে হয় ।যাই হোক বলেছি যখন বলেছি।


আজ লিখব windows – 7 এর low volume ও auto volume correction এডিট করা নিয়েআপনারা যারা উইন্ডোজ  7 ব্যবহার করেন এবং যে কোন ধরনের মেসেঞ্জার ব্যবহার করেন তারা খেয়াল করে থাকবেন যে যদি কোন ধরনের পপ আপ নোটিশ বা কোন ধরনের মেসেঞ্জার নোটিশ আসে তখন ডিফল্ট মিউজিক প্লেয়ার এর ভলিউম ৮০% কমে যায় অথবা pause হয়ে যায় ! এটা উইন্ডোজ -৭ এর ডিফল্ট অপশন । এটাকে auto volume correction বলে । তবে আপনি চাইলেই খুব সহজে এটা বদলে নিতে পারেন
এটি দুই পদ্ধতিতে করা যায় নিচে দেখাবো কত সহজে এটির সমাধান করা যায়।
প্রথম পদ্ধতি:-


ধাপ ১ -
start মেন্যু থেকে Control Panel এ ক্লিক করুন 


ধাপ ২ -
Control Panel থেকে Sound অপশন এ ক্লিক করুন 


ধাপ ৩ -
Sound window ওপেন হলে communications tab টি তে ক্লিক করুন 


ধাপ ৪ -
একদম নিচে দেখুন Do Nothing অপশন আছে । ওটা তে ক্লিক করে Apply তে ক্লিক করে উইন্ডো টি ক্লোজ করে বের হয়ে যান ।

আপনার কাজ শেষ।
দ্বিতীয় পদ্ধতি
আপনার ডেক্সটপে সাউন্ড আইকনে ক্লিক করুন -নিচের ছবি গুলো দেখনু --- ১) এবার Mixer ক্লিক করুন


 ২) তাহলে নিচের মত দেখতে পাবেন এবং System sound বা আমি যেখানে নীল কালির দাগ দিয়েছি সেখানে ক্লিক করুন
                                       
৩) ক্লিক করলে নিচের মত আরেকটি অফশন দেখতে পাবেন এবং এখানে চারটি ট্যাব আছে ১.playback 2.Recording 3.Sounds 4.Communications। আমাদের কাজ Communications কে নিয়ে ।মানে 4নং ট্যাবে ক্লিক করে Do nothing টি সিলেক্ট করুন আর মুক্তি পান সেই বিরক্তি কর সমস্যা থেকে।
                আপনার সমস্যার সমাধান হলে আমার লেখাটা স্বার্থক হবে.....................ভাল থাকবেন আর বেশি বেশি ভালবাসবেন আমার পুলিশ বন্ধুটাকে(রুপম) এবং সব সময় তার পাশে থাকবেন আর যদি সময় পান তাহলে এই গানটি করবেন আমার বন্ধু' রুপমের হাত ধরে "ও গো তুমি যে আমার  গো তুমি যে আমার  "     


                            
Share on Google Plus

About মিঠু সরকার

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন